খেলাধুলা

‘এত মানুষের চিকিৎসা করি, কিন্তু আম্মার চিকিৎসা করাতে পারলাম না’

আওয়ামী লীগের প্রয়াত মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ছেলে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘৭৫ এর ১৫ আগস্টের মতো ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদেরও একদিন বিচার হবে।’ মঙ্গলবার আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাজমুল। সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার স্ত্রী আইভি রহমানের পরিবারে একমাত্র ছেলে নাজমুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বনানী কবরস্থানে নাজমুল বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে ভেবেছিল বিচার হবে না। হয়েছে তো, সময় লাগলেও হয়েছে। আসলে এই ধরনের অপরাধ যারা করেছে, তাদের বিচার অবশ্যই হবে। আমার পূর্ণ আস্থা রয়েছে আল্লাহর ওপর। এরপর জননেত্রী শেখ হাসিনার ওপর। উনি যখন বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, হয়তো পলাতক অনেককে দেশে ফিরিয়ে আনতে পারেননি। আমার দৃঢ় বিশ্বাস এই গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করি দ্রুততম সময়ে আমরা রায় জানতে পারব।’

নাজমুল ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও। মায়ের মৃত্যুর সময়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় বিএনপি-জামায়াত জোট সরকারের নৃশংসতার কথা স্মরণ করে অঝোরে কাঁদেন তিনি, ‘আমার কাছে আমার আম্মা ছিল... অন্য কিছু জানি না। আমি আজকে কী, এটাতো দেখে তো গেল না। কিছুই জানে না তো। সবচেয়ে খারাপ লাগে আমি এত মানুষের চিকিৎসা করি, যেহেতু ৩৫ বছর ধরে ওষুধ কোম্পানির সঙ্গে জড়িত, তারপরও আমি আমার আম্মার কোনো চিকিৎসা করাতে পারলাম না। একটা ওষুধ নেই, একটা ডাক্তার নেই। কোন প্রাইভেট ক্লিনিকে কিংবা হাসপাতালে নিয়ে যাব, সেটারও উপায় নেই। এমন জঘন্য কাজ মানুষের পক্ষে কিভাবে সম্ভব।‘

তিনি আরো বলেন, ‘শুধু আমার আম্মা নয়, শতশত মানুষ পড়ে কাতরাচ্ছে, কোনো চিকিৎসা দেবে না। মেরে ফেলতেই হবে। এই যে মনোভাব এটা কোনোদিন চিন্তাই করা যায় না। সবচেয়ে খারাপ লাগে এখনো টিভিতে দেখি তাদের পক্ষে কথা বলে তাদের দোসররা। সাফাই গায়, মিথ্যাচার করছে। এগুলো শুনতে কেমন লাগে বলেন? আল্লাহর কাছে কেবল বলি, আল্লাহ যারা এমন করছে তাদের তুমি বিচার করো। এরচেয়ে বেশি বলার কিছু নেই।’