খেলাধুলা

২০২৩ সালেই ম্যানিসিটিতে গার্দিওলার শেষ

২০২০ সালের নভেম্বরে ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছিলেন পেপ গার্দিওলা। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মেয়াদ শেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিদায় বলবেন স্প্যানিশ কোচ। নতুন চুক্তিতে গার্দিওলার মেয়াদ ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত বাড়ানো হয়।

বুধবারের (২৫ আগস্ট) সংবাদ সম্মেলনে সাবেক বার্সা কোচ এমন আভাস দিলেন। তার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে কোচিং করানো। সাংবাদিকদের তিনি বললেন, ‘পরের ধাপ হবে কোনো একটি জাতীয় দলে, যদি সম্ভাবনা থাকে। এই ক্লাবে সাত বছর থাকার পর আমি একটু বিরতি চাই। এতগুলো বছর ধরে কোথাও থাকার পর একটু তো বিশ্রাম প্রয়োজন। আমরা কী করেছি সেটা নিয়ে তখন আর ভাববো না এবং অন্য কোচদের কাছ থেকে শেখার চেষ্টা করব।’

তিনি আরো যোগ করেছেন, ‘এরপর যদি জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ থাকে, আমি ভেবে দেখব। আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকা অথবা বিশ্বকাপে কোচিং করাতে চাই। সেই অভিজ্ঞতা হলে ভালো লাগবে।’

সাবেক স্প্যানিশ মিডফিল্ডার গার্দিওলা সিটির সঙ্গে তিনটি লিগ শিরোপা জিতেছেন। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাতেও একই সাফল্য তার। কিন্তু ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার স্বপ্ন এখনো লালন করছেন মনে, যা বার্সার সঙ্গে জিতেছেন দুইবার।