খেলাধুলা

মেট্রোরেল চললো ঢাকার বুকে, উচ্ছ্বসিত তামিম

ভায়াডাক্টের উপর পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হলো বাংলাদেশের প্রথম মেট্রোরেল। রোববার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলে দেশের প্রথম এ বৈদ্যুতিক ট্রেন। 

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার বুকে মেট্রোরেল দেখে মুগ্ধ নগরবাসী। বাদ যাননি তারকারাও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে মেট্রোরেলের ছবি পোস্ট করে লিখেন, ‘দেশের এমন অগ্রগতি দেখে সবসময়ই আশ্চর্য লাগে। অভিনন্দন ঢাকা, অভিনন্দন বাংলাদেশ। ঢাকা মেট্রো রেল।’ 

আরেক ওপেনার সৌম্য সরকার লিখেন,‘দেশের জন্য গর্বের মুহূর্ত। জাতির স্বপ্ন বাস্তবায়নে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের ধন্যবাদ। ঢাকা মেট্রো রেল।’

দেশের প্রথম মেট্রোরেলের পথের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এর মধ্যে মোট ১৬টি স্টেশন থাকবে। মেট্রোরেলের পুরো প্রকল্পে খরচ হবে প্রায় ২২ হাজার কোটি টাকা। তার মধ্যে জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।