খেলাধুলা

রোনালদোর গিনেজ বিশ্ব রেকর্ড

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সদ্য শীর্ষ গোলদাতার আসন নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার স্বীকৃতিও পেয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক। গিনেজ বিশ্ব রেকর্ডের সনদ পেয়েছেন তিনি।

ইরানি কিংবদন্তি আলী দাইয়ির (১০৯) পাশে থেকে বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হন রোনালদো। পিছিয়ে পড়া পর্তুগালকে সমতায় ফেরানো গোল করে তাকে পেছনে ফেলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। শীর্ষ গোলদাতার আসনে বসে ব্যবধান পরে বাড়ান আরেকটি গোলে। এখন রোনালদোর নামের পাশে ১১১ গোল।

শুক্রবার ইনস্টাগ্রামে রোনালদো একটি ছবি পোস্ট করেন। তার হাতে গিনেজের সার্টিফিকেট। জানিয়ে দেন এখানেই শেষ নয়, ‘গিনেজ বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ। বিশ্ব রেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। চেষ্টা থাকবে সংখ্যাটা আরও বাড়ানোর।’

দাইয়িও রোনালদোর এই অর্জনের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘তোমার নম্রতা আর বিনয় তোমাকে আরও বড় চ্যাম্পিয়ন বানিয়েছে।’