খেলাধুলা

সম্মান পেতে আর কী করতে হবে আমাকে, প্রশ্ন নেইমারের

ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা হতে আর খুব বেশি দেরি নেই নেইমারের। কিংবদন্তি পেলের সঙ্গে তার ব্যবধান ৮ গোলের। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে পেরুকে হারানোর পথে বিশ্বকাপ বাছাইয়ে দেশের হয়ে রেকর্ড গোল করেছেন। এত কিছুর পরও প্রাপ্য সম্মান কারও কাছ থেকে না পাওয়ার আক্ষেপ পিএসজি ফরোয়ার্ডের।

রেসিফে পেরুর বিপক্ষে ২-০ তে জয়ের দিনে দুটি গোলেই অবদান রাখেন নেইমার। একটি করিয়েছেন, অন্যটি করেছেন। তাতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড ১২তম গোল করে রোমারিও, জিকো ও রোনালদোর মতো গ্রেটদের ছাপিয়ে গেলেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

৬৯ গোল করে এখন পেলের (৭৭) পরে অবস্থান করছেন নেইমার। এমন রেকর্ডের পরও পিএসজি তারকার অনুভূতি, তিনি প্রাপ্য সম্মান পান না এবং বুঝতে পারছেন না আর কী করলে তা অর্জন করবেন। গ্লোবো টিভিকে নেইমার বলেছেন, ‘অবশ্যই, দল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাছাইয়ের শীর্ষ গোলদাতা হতে পেরে আমি খুব খুশি, জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট এবং শিগগিরই, সব কিছু ঠিক থাকলে, সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে পেলেকে ছাড়িয়ে যাওয়া হবে সম্মানের। আমি জানি না লোকজনের সম্মান পেতে আমাকে আর কী করতে হবে। এটা যেন স্বাভাবিক হয়ে গেছে, দীর্ঘদিন ধরে। রিপোর্টার, ধারাভাষ্যকার এমনকি অন্যরা। মাঝেমধ্যে আমার আর সাক্ষাৎকারও দিতে ভালো লাগে না। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাকে সামনে আসতে হয়। এসব নিয়ে ভাবনাটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম।’

সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুটিয়ে যাওয়ার সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। গত সপ্তাহে চিলিকে ১-০ গোলে হারানোর ম্যাচে তার শারীরিক ফিটনেস নিয়ে নানা কথা শোনা গেছে। এমন কথা শুনে হেসে তিনি বলেছিলেন, তার জার্সিটা ছিল অনেক বড়। ইনস্টাগ্রামে পোস্ট, ‘জার্সি ছিল বড়। আমার ওজন ঠিক আছে। পরের ম্যাচে আমি মিডিয়াম জার্সি চাইব।’