খেলাধুলা

ভিনিসিউস-বেনজেমায় রিয়ালের দারুণ জয়

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। যদিও রিয়ালের বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু শেষ দিকে ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার গোলে ভর করে দারুণ জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

অবশ্য প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে প্রথম গোল হয়। গোলটি করেন ভ্যালেন্সিয়ার হুগো দুরো। তাতে পিছিয়ে পড়ে রিয়াল।

দুরোর গোলে ভর করে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। স্বপ্ন দেখছিল জয়ের। কিন্তু ৮৬ মিনিটে বেনজেমার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস। এর দুই মিনিট পর ভিনিসিউসের অ্যাসিস্টে বেনজেমা গোল করে এগিয়ে নেন রিয়ালকে। আর শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনেচেলোত্তির শিষ্যরা।

এটা ছিল লা লিগার চলতি মৌসুমে বেনজেমার ষষ্ঠ গোল। আর পঞ্চম অ্যাসিস্ট। অন্যদিকে ভিনিসিউস আজ পঞ্চম ম্যাচে পঞ্চম গোল করেন।

এই জয়ে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। অবশ্য আজ ভ্যালেন্সিয়া জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতো তারা। কিন্তু হেরে যাওয়ায় ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। ১১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।