খেলাধুলা

বিকেএসপিতে ফিরে গেলেন মুশফিক

ব্যাটে নেই রান। মনে নেই শান্তি। সামনেই যখন বিশ্বকাপ তখন নিজের ফর্মহীনতা ভাবাচ্ছে নিজেকেই। পারিবারিক ছুটি কাটিয়ে মিরপুরে ফিরে কঠোর অনুশীলনে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশের ব্যাটিং নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। প্রস্তুতি জমাট হচ্ছিল। হয়তো সন্তুষ্ট ছিলেন না। এজন্য নিজের শেকড়ে ফিরে গেলেন। পাশে পেলেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে।

ফেসবুকে ক্রিকেট গুরুর সঙ্গে কাজ করার একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমার শেকড়ে ফিরে আমি খুশি। বিকেএসপি আমার ঘর।’ বাংলাদেশের ক্রিকেটাররা যখনই সুযোগ পান তখনই শৈশবের কোচদের কাছে ফিরে যান। সাকিব যেমন কোচ সালাউদ্দিনের কাছে ছুটে যান বারবার। তেমনি মুশফিকের ঠিকানা নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির সাবেক এ কোচ বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। পুরোনো শিষ্যকে পেয়ে নাজমুল আবেদীনও মেতে উঠলেন অনুশীলনে। ব্যাটিং পজিশন, ফুটওয়ার্কসহ নানা বিষয় ঘষেমেজে ঠিক করে দিলেন।

সবশেষ নিউ জিল্যান্ড সিরিজ একদমই ভালো কাটেনি মুশফিকের। পাঁচ ইনিংসে ৩৯ রান করেছেন ১৩ গড় ও ৫২ স্ট্রাইক রেটে। সিরিজে একটুও স্বাচ্ছন্দে ব্যাট করতে পারেননি। বিশ্বকাপের আগে তাই নিজেকে ফিরে পাওয়ার অভিযান চলছে তার। শুধু অনুশীলনেই ক্ষান্ত হচ্ছেন না মুশফিক। ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে দুইটি ওয়ানডে ম্যাচ খেলবেন চট্টগ্রামে। ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর প্রথম দুইটি ম্যাচ হওয়ার কথা থাকলেও ম্যাচগুলো একদিন এগিয়ে হবে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবরে।