খেলাধুলা

তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ ইপিএল

জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এই পুনর্বাসনের অংশ হিসেবে তিনি খেলবেন নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।

ইপিএলকে তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এরই মধ্যে ইপিএলে খেলার জন্য বাঁহাতি ওপেনারকে ছাড়পত্র দিয়েছে বোর্ড। ছয় দলের প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর, চলবে ৯ অক্টোবর পর্যন্ত। তামিম খেলবেন ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে, আগামীকাল ভোর সাড়ে চারটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে নেপালের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবাশীষ চৌধুরী বলেন, 'এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা তাতে তামিম বেশ আত্মবিশ্বাস পাচ্ছেন। সব ধরনের স্কিল ট্রেনিং শতভাগ এফোর্ট দিয়ে করতে পারছেন। তবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি খেলার মধ্যে না আসবেন ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজেকে যাচাই করতে পারবেন না। এই লিগে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খুব গুরুত্বপূর্ণ।'

পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পর গত রোববার থেকে ব্যাট হাতে অনুশীলন শুরু করেন তামিম। কঠোর পরিশ্রম করে পুনর্বাসনের শেষ পর্যায়ে এসেছেন জানিয়ে বিসিবির এই চিকিৎসক বলেন, 'জিম্বাবুয়ে সিরিজের পর তামিমকে মেডিকেল বিভাগ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে তিনি পুনর্বাসন পরিকল্পনা মেনে চলেছেন। যথেষ্ট কষ্ট ও অধ্যাবসায়ের সঙ্গে এই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছেন।'

পুনর্বাসনে থাকার সময় শুধু ফিটনেস ট্রেনিং করেছেন তামিম। ব্যাট হাতে নামতে পারেননি। প্রথম দিন নেমেই ঝড় তোলেন শের-ই-বাংলার সেন্টার উইকেটে। বিসিবির প্রধান চিকিৎসক বললেন, 'গত ২-৩ দিন ধরে স্কিল ট্রেনিং করেছেন। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। আমরা আশাবাদী, এভাবে স্কিল ট্রেনিং চালিয়ে গেলে ইপিএলে খেলা সম্ভব হবে।'

বিশ্বকাপ দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তামিম। বিশ্বকাপ শেষেই ঘরের মাঠে আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এখানে পাওয়া যাবে দেশ সেরা এই ওপেনারকে? দেবাশীষ চৌধুরী বলেন, 'আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে তার অংশ হিসেবে ইপিএলে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। এই খেলায় বোঝা যাবে স্কিল ও অন্য বিষয়গুলো কতটা সামলে নিতে পারছেন। এই খেলার ওপর নির্ভর করে পরবর্তী দিকনির্দেশনা দিব।'