খেলাধুলা

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের মৃত্যু

ক্রীড়া ডেস্কঢাকা, ২১ মার্চ : ৮৩ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বেলিনি।১৯৫৮ সালে বেলিনি ১৭ বছর বয়সী পেলেকে নিয়ে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন। তিনিই ব্রাজিলের প্রথম অধিনায়ক যিনি বিশ্বকাপের শিরোপা আকাশপানে তুলে ধরেছিলেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি জোসেফ মারিয়া মারিন বলেন, ‘মহান এক অধিনায়ক এবং মানুষের মৃত্যুতে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন গভীরভাবে শোকাহত। আমার তার সঙ্গে সাক্ষাত করার সৌভাগ্য হয়েছিল। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। অনুসরণীয় পেশাদার ছিলেন।’২০১১ সাল থেকেই বেলিনি নানান অসুখে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়েই তিনি মৃত্যু বরণ করেছেন।প্রথম বিশ্বকাপ জেতার পর ১৯৬০ সালে তার মুর্তি বানানো হয়।

রাইজিংবিডি/আমিনুল