খেলাধুলা

ভারতের কোচ হওয়ার দৌড়ে দ্রাবিড়

ভারতের জাতীয় দলের কোচ হওয়ার থেকে এক পা দূরে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই রবি শাস্ত্রীর জায়গায় দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে নিউ জিল্যান্ডের বিপক্ষে নভেম্বরে ব্যাকরুম স্টাফ হিসেবে থাকবেন দ্রাবিড়। বিসিসিআই কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করছেন। শাস্ত্রী থাকা অবস্থায় দ্রাবিড়কে ড্রেসিংরুমে চেয়েছিল বিসিসিআই। কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাবে রাজি হননি।

জুলাইয়ে দ্রাবিড়ের নেতৃত্বে শ্রীলঙ্কা সফর করেছিল ভারতের সীমিত পরিসরের দল। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের হয়ে কাজ করছেন তিনি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টর ছিলেন তিনি। এরপর অনূর্ধ্ব-১৯ দল ও এ দলের দায়িত্ব সামলেছেন তিনি।

২০১৯ সালে রবি শাস্ত্রীকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় বিসিসিআই। এর আগে দুই বছর কোহলিদের সঙ্গে কাজ করেছেন তিনি। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করতে যাচ্ছেন।