খেলাধুলা

স্কোরবোর্ডে ১৭০ রান দেখছেন আতহার

টসে জিতে ব্যাটিং। কত রান স্কোরবোর্ডে দেখতে চায় বাংলাদেশ?

ম্যাচ শুরুর আগে এই প্রশ্নের উত্তরে ধারাভাষ্যকার আতহার আলী খান বললেন, ‘আমি তো স্কোরবোর্ডে ১৭০ রান দেখতে পাচ্ছি।’

সাধারণ ওমানের এই মাঠে টস জয়ী দল আগেভাগে বোলিং সেরে নিতে চায়। কারণ রাতের শিশিরে বোলিংয়ের ঝামেলা এড়াতে চায় দলগুলো। কিন্তু এই ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে নেমেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। তাই স্কোরবোর্ডে শুরুতেই বড় রান জমা করতে চায় দল। দলের ব্যাটিংয়ের ওপর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের আস্থা অনেক।

টি- টোয়েন্টিতে স্কোরবোর্ডে বড় রান জমা হলে ম্যাচ অর্ধেক কব্জায় চলে আসে। সেই চিন্তা থেকেই বাংলাদেশ ডু অর ডাই এই ম্যাচে আগে ব্যাটিং বেছে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয় আসরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওমান।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে দেখা হয়েছিল দুই দলের। ধর্মশালায় ১৩ মার্চের ওই ম্যাচে আক্ষরিক অর্থে ওমানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। মাশরাফি মুর্তজার দল ওই দিন ডাকওয়ার্থ লুইস মেথডে ৫৪ রানে জিতে ওমানের বিশ্বকাপ শেষ করে দিয়ে উঠেছিল পরের পর্ব সুপার টেনে।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওই দিন তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরি এবং সাব্বির রহমান ও সাকিব আল হাসানের ক্যামিওতে ২ উইকেটে ১৮০ রান করেছিল বাংলাদেশ।