খেলাধুলা

টিকে গেলেন লিটন, অপরিবর্তিত একাদশ বাংলাদেশের

বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে আজ কোনো পরিবর্তন আনেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। 

স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখে সাকিবরা। আজ শুধু জিতলেই হবে না, পাপুয়া নিউ গিনিকে কমপক্ষে ৩ রানের ব্যবধানে হারালে বাংলাদেশ যেতে পারবে পরবর্তী রাউন্ডে। 

ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, আজ সেই এগারজনই খেলছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া লিটন আজ টিকে গেছেন। ১১ টি-টোয়েন্টিতে লিটনের রান মাত্র ৮৬! সর্বোচ্চ রান ৩৩। গড় ৮.৬০! এমন গড়ের পরও একজন ব্যাটসম্যান বিশ্বকাপের মতো মঞ্চে কিভাবে ইনিংস শুরু করেন, অটোমেটিক চয়েজ থাকেন সেই প্রশ্ন উঠছে বারবার। দেখা যাক আজকে সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা। 

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।