খেলাধুলা

বিশ্বকাপে সেরা বোলিং করার পর আফ্রিদির পাশে সাকিব

মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির পাশে বসলেন বাংলাদেশের সুপারস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ম্যাচ আগে শীর্ষ উইকেটশিকারি হওয়ার পর বিশ্বকাপেও যৌথভাবে এখন সবার উপরে তিনি।

নামের পাশে ৩৫ উইকেট নিয়ে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। ব্যাটিংয়ে ৪৬ রান করার পর সাকিব বল হাতে প্রথম ওভারেই পেয়েছেন জোড়া উইকেটের স্বাদ। প্রথম বলে চার্লস আমিনিকে আউট করেন। এরপর তার শিকার সিমন আটাই। নবম ওভারে সাকিব পেয়ে যান তৃতীয় উইকেট। এবার আউট হন সেসে বাউ। শেষ ওভারে হিরি হিরির উইকেট নিয়ে সাকিব বিশ্বকাপে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েন। ৪ ওভারে মাত্র ৯ রানে তার শিকার ৪ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুইবার ৪ উইকেট পেয়েছেন সাকিব। ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন। এর আগে ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ রানে তার শিকার ৪ উইকেট।

নিজের সেরা বোলিংয়ের পাশাপাশি বিশ্বকাপে ৩৯ উইকেট নিয়ে আফ্রিদির পাশে বসলেন সাকিব। আরেকটি উইকেট পেলে তিনি বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়ে ফেলবেন।

প্রসঙ্গত বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে এ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। ১১৫ উইকেট এখন তার দখলে।