খেলাধুলা

সতীর্থদের মাটিতে পা রাখতে বললেন বাবর

বড় টুর্নামেন্টে পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। নিজেদের দিনে তারা বিশ্বের সেরা দলকে হারাতে পারে, আর বাজে দিনে হেরে যায় সহজ ম্যাচও। তবে রোববার (২৪ অক্টোবর) যা করল, তা ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। ভারতকে প্রথমবার বিশ্বকাপে হারাল তারা, তাও আবার ১০ উইকেটে। এই জয়ের পর স্বাভাবিকভাবে দল আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা। কিন্তু সতীর্থদের আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করলেন অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর সতীর্থদের অতিরিক্ত উত্তেজিত না হতে আহ্বান করলেন বাবর। মনে করিয়ে দিলেন তাদের লক্ষ্য বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে যাওয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে বাবরকে সতীর্থদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এটা কোনো একক পারফরম্যান্স নয়। একটি দল হিসেবে আমরা ম্যাচ জিতেছি। আমাদের এই অর্জনকে বৃথা যেতে দিতে পারি না। এটা কেবল শুরু। উপভোগ করো, কিন্তু অতি উত্তেজিত হয়ো না।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচ নিয়ে এখন চিন্তাভাবনা পাকিস্তান অধিনায়কের, ‘আমরা কাল উপভোগ করতে পারি কিন্তু আমাদের উচিত হবে আবারো খেলায় মনোনিবেশ করা। কারণ কালকের পরের দিন একটি ম্যাচ আছে। এই ম্যাচ (ভারত) এখন চলে গেছে। আমাদের চিন্তায় একটাই বিষয়, কী সেটা? আমাদের বিশ্বকাপ জিততে হবে।’