খেলাধুলা

বাবরদের অভিনন্দনে ভাসালেন ইমরান খান

পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান উচ্ছ্বাসে ভাসছেন। ভারতকে প্রথমবার যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের হারানোর পর বাবর আজমের দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

১৩ বারের দেখায় বিশ্বকাপে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল পাকিস্তান। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে তারা জিতেছে ১০ উিইকেটে। সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান এবং ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা দলের দারুণ জয়ের পর তাদের আনন্দ প্রকাশ করেন এবং অভিনন্দন জানান দলকে।

১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান টুইট করেন, ‘অভিনন্দন পাকিস্তান দলকে, বিশেষ করে বাবর আজমকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় এবং রিজওয়ান ও শাহীন আফ্রিদির অসাধারণ পারফরম্যান্সের জন্য তাদেরকেও। তোমাদের সবাইকে নিয়ে দেশ আজ গর্বিত।’

সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান রমিজ টুইটারে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ... এটা প্রথম, অনেক তাৎপর্যপূর্ণ একটি। কিন্তু মনে রাখো, যাত্রা কেবল শুরু। সব পাকিস্তানির জন্য গর্বের একটি মুহূর্ত। এই মুহূর্তটা এনে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ ছেলেরা।’