খেলাধুলা

একই নাম, একই নাম্বার, নতুন যুগ- এক ফ্রেমে দুই আফ্রিদি

শহীদ আফ্রিদি আর শাহীন শাহ আফ্রিদি; শুরুর নাম আর বোলিংয়ের ধরন ছাড়া আর কোথাও অমিল খুঁজে পাওয়া দুষ্কর। একজন ব্যাট হাতে বিধ্বংসী আর স্পিনে ভয়ঙ্কর। আরেকজন গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরান। পাকিস্তানি পেসার ভারতের বিপক্ষে ৩১ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর সাবেক অলরাউন্ডারের সঙ্গে একই ফ্রেমে তুলে ধরল আইসিসি।

ক্রিকেটের শীর্ষ সংস্থা দুই আফ্রিদির উদযাপনের দৃশ্য একই ছবিতে তুলে ধরেছে। দুজনকেই দেখা যাচ্ছে দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করতে। তাদের জার্সি নাম্বারও একই- ১০। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাবেক অলরাউন্ডারের জার্সি পেয়েছেন শাহীন আফ্রিদি।

দুই আফ্রিদির ছবি দিয়ে আইসিসি ক্যাপশনে লিখেছে, ‘একই নাম, একই নাম্বার, নতুন যুগ।’ ভারতের ইনিংস শেষ হওয়ার পর পর এই ছবি প্রকাশ করে তারা। ভারতকে বিশ্বকাপে প্রথম হারানোর স্বাদ পাওয়ার পর আফ্রিদি তা রিটুইট করে লিখেছেন, ‘একই উদযাপন, একই দিকে, নতুন ফল। শাবাস আমার ছেলেরা।’

প্রসঙ্গত, আফ্রিদি তার বড় মেয়ে আকসার সঙ্গে ২১ বছর বয়সী পেসারের বিয়েও ঠিক করে ফেলেছেন। গত মার্চে এই সুখবর দেন সাবেক অলরাউন্ডার।