খেলাধুলা

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ৮ নভেম্বর শুরু 

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে ‘ওয়ালটন-ক্র্যাব দ্বিতীয় ক্রীড়া উৎসব-২০২১’।

এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সোমবার (২৫ অক্টোবর) ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ক্র্যাবের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাবেক সহ-সভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি নিত্য গোপাল তুতুসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

তিনি জানান, এবার ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসে থাকছে— দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ ও শ্যুটিং। আউটডোরে থাকছে— মিনি ম্যারাথন, ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট।

ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক্যারম  খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে। এসব টুর্নামেন্টে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েনের প্রায় ৩০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ক্র্যাবের ক্রীড়া আয়োজনের সঙ্গে আমরা নিয়মিত যুক্ত হওয়ার চেষ্টা করছি। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’

ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ‘ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাঁড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভুমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করছে তেমনি ক্র্যাবের পাশেও দাঁড়ানোর কারণে আমরা কৃতজ্ঞ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন ক্র্যাবের পাশে থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ৮ নভেম্বর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি, পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২১ এর সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।