খেলাধুলা

‘অবাধ্য’ ডি কককে নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে দ. আফ্রিকা?

বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সব খেলোয়াড়দের হাঁটু ভাঁজ করার নির্দেশ দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। শুধু একজন এই নির্দেশ মানেননি, কুইন্টন ডি কক। উইকেটকিপার ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দল থেকেও সরে দাঁড়ান। বিষয়টি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের নজরে এসেছে, এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে তারা।

দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার পরই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানান, ব্যক্তিগত কারণে ডি কক খেলবেন না এই ম্যাচ। তার পরিবর্তে একাদশে আসেন রিজা হেনড্রিক্স। কিছুক্ষণের মধ্যে নানা ধরনের গুঞ্জন উঠেছিল।

পরে জানা যায়, গতকাল সোমবার এক বৈঠকে সিএসএ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে, খেলোয়াড়দের বর্ণবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। এজন্য সবাইকে হাঁটু ভাঁজ করতে হবে বাকি ম্যাচগুলোর আগে। গত বছরের নভেম্বর থেকেই এমন প্রতিবাদের বিরোধিতা করে আসা ডি কক এবারো নাছোড়বান্দা। এমনকি ম্যাচই খেললেন না।

বিষয়টি আমলে নিয়েছে সিএসএ। পরবর্তী ব্যবস্থা নিতে যাচ্ছে তারা শিগগিরই। এক বিবৃতি দিয়ে তারা বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবারের খেলার আগে কুইন্টন ডি ককের হাঁটু ভাঁজ না করার ব্যক্তিগত সিদ্ধান্ত নোট করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ম্যানজেমেন্টের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’