খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধে একাত্মতা

বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সমর্থন জানাল বাংলাদেশ ও ইংল্যান্ড দল। বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ের আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানায় দুই দল।

বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ের শুরু থেকে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে অংশগ্রহণকারী দলগুলো। এবার বাংলাদেশ ও ইংল্যান্ড প্রতিবাদ জানাল।

২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে বর্ণবাদবিরোধী আন্দোলন গতি পায়। প্রতিবাদের ঢেউ ছুঁয়েছে ক্রীড়া দুনিয়াকেও।

বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে এবং সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।

বাংলাদেশের ক্রিকেটাররা এর আগেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান নিয়ে বর্ণবৈষ্যমের বিরুদ্ধে একাত্মতা করেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলার আগে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।