খেলাধুলা

সাকিবের সিংহাসন পুনরুদ্ধার, দশে ঢুকলেন মেহেদী

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেলেন সাকিব আল হাসান। তবে মাঠে নেমে ব্যাটিংটা ভালো হলো না তার। ৭ বলে ৪ রান করে সাকিব ফেরেন সাজঘরে। 

তবে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি। মোহাম্মদ নবীকে পেছনে ফেলে সাকিব আবার শীর্ষে ফিরেছেন। আফগানিস্তানের অধিনায়ক গত ১৫ সেপ্টেম্বর তাকে টপকে শীর্ষে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে সাকিব ও নবীর মধ্যে এই সিংহাসন মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে। 

বিশ্বকাপের শুরু থেকে ভালো পারফরম্যান্সের সুবাদে সাকিব শীর্ষে উঠেছেন। ইংল্যান্ডের ম্যাচের আগে ব্যাটিংয়ে ১১৮ রান ও বোলিংয়ে ১১ উইকেট নিয়েছেন। তাতে শীর্ষস্থান পুনরুদ্ধার প্রায় নিশ্চিতই ছিল তাদের জন্য। 

এদিকে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। বোলিং র‌্যাংকিংয়ে প্রথমবার শীর্ষ দশে ঢুকলেন তিনি। ১২তম স্থান থেকে ৯ এ এসেছেন। ফলে আট থেকে দশ- তিনটি স্থানেই রয়েছেন বাংলাদেশি খেলোয়াড়। সাকিবের অবস্থান আটে। মেহেদীর পর রয়েছেন মোস্তাফিজুর রহমান।