খেলাধুলা

পাকিস্তান সমর্থন করে চাকরিচ‌্যুত ভারতের শিক্ষিকা

পাকিস্তান-ভারত দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। এই দুই দেশের জনগণ কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের শুরুতেই মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেদিন ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের এই জয়ে উল্লাস করে ভারতের রাজস্থানের বেসরকারি স্কুলের এক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন। ওই শিক্ষিকার নাম নাফিসা আতারি। তিনি উদয়পুরের নিরজা মোদি স্কুলে শিক্ষকতা করতেন।

যদিও ওই শিক্ষিকার দাবি, তিনি সত‌্যিই পাকিস্তানের সমর্থক নন।

নাফিসা জানান, মজার ছলে খেলা চলাকালীন তার পরিবারের সদস্যরা নিজেদেরকে দুটি গ্রুপে ভাগ করেছিল। যেখানে একপক্ষ ভারতের সাপোর্টার ছিলো আর অন‌্য পক্ষ পাকিস্তানের।  

ইতিমধ্যে নাফিজার বিরুদ্ধে উদয়পুর থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে নাফিসা আতারির একটি হোয়াটসঅ্যাপ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, আতারি পাকিস্তানি খেলোয়াড়দের একটি ছবি শেয়ার করেছেন। যাতে লেখা ছিল, ‘জিত গে বা আমরা জিতেছি’। ওই পোস্টের পর তুমুল সমালোচনার মুখে পড়েন নাফিসা। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।