খেলাধুলা

খুলনাকে হারিয়ে সিলেটের প্রথম জয়

জয়ের জন্য স্বাগতিক সিলেটের প্রয়োজন ছিল ৯১ রান। খুলনার ৭ উইকেট। ম্যাচে রোমাঞ্চ ছড়াল। ৩ উইকেট তুলে নিয়ে সিলেটকে দারুণ চ্যালেঞ্জ জানাল খুলনা। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। 

খুলনাকে ৪ উইকেটে হারিয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে সিলেট। ব্যাটিং অর্ডারে লেজের ব্যাটসম্যানদের অবদানে জিতেছে তারা। সিলেটের টার্গেট ছিল ২০৩ রান। আগের দিন ৩ উইকেটে ১১২ রান তুলে নিয়ে কাজ কিছুটা এগিয়ে রেখেছিল সিলেট।  

বুধবার অধিনায়ক জাকির হাসান ৩৭ ও জাকের আলী ৯ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেন। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই জাকির সাজঘরে ফেরেন জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে। অভিজ্ঞ অলোক কাপালি দলের হাল ধরতে পারেননি। মিরাজের বলে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ২০ রান করেন তিনি। 

উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী স্কোরবোর্ড সচল রাখলেও বেশিদূর যেতে পারেননি। ৪১ রানে থেমে যায় তার ইনিংস। সেখান থেকে দলের জয় নিশ্চিত করেন শেষ দিকের ব্যাটসম্যান শাহানুর রহমান ও তানজিম হাসান সাকিব। শাহানুর ১৫ ও সাকিব ১৮ রান করেন।

বল হাতে আল আমিন হোসেন ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন জিয়াউর ও নাহিদুল। 

ম্যাচে ৮ উইকেট নিয়ে সিলেটের নায়ক রেজাউর রহমান রাজা।