খেলাধুলা

ভারত-পাকিস্তান ফাইনাল চান সাকলাইন

মিসবাহ উল হক পদত্যাগ করায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে সাকলাইন মুশতাক। তার অধীনে দারুণ দুটি জয়ে উড়ছেন বাবর আজমরা। বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর পর বদলা নিয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সাকলাইন আশাবাদী পাকিস্তান ফাইনালে উঠবে, তবে প্রতিপক্ষ হিসেবে চান ভারতকে।

লিজেন্ডারি স্পিনার বললেন, ‘যদি ভারত ও পাকিস্তান একসঙ্গে ফাইনালে উঠত তাহলে আইসিসি ও পুরো ক্রিকেট বিশ্বের জন্য তা মজার হতো। এটা ক্রিকেটের জন্য ভালো হতো কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ। যদি একসঙ্গে খেলি তাহলে আমাদের মধ্যে সম্পর্কও ভালো হবে।’

পাকিস্তান টানা দুটি ম্যাচ জিতেছে। পরের ম্যাচ তাদের আফগানিস্তানের বিপক্ষে, যাদের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান স্কটল্যান্ডের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে। দুজনে মিলে নেন ৯ উইকেট, বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছে তারা ১৩০ রানে।

পরের ম্যাচের প্রতিপক্ষ নিয়ে সাকলাইন বললেন, ‘তাদের চমৎকার বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিনাররা। তারা যখন ব্যাট করতে যায়, তারা শুধু খেলে, তারা হৃদয় দিয়ে খেলে। যা মনে হয়, সেভাবেই খেলে। একদমই ভয়ডর নেই তাদের খেলায়। আমি মনে করি এই ধরনের দল বিপদজনক হতে পারে।’