খেলাধুলা

প্রাণনাশের হুমকির মেইলে ভীত নন গম্ভীর

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ গৌতম গম্ভীর তৃতীয়বার প্রাণনাশের হুমকির মেইল পেলেন। কিন্তু এতটুকুও ভয় পাচ্ছেন না তিনি। বললেন, বিষয়টি নিয়ে তদন্ত করছে ইন্টেলিজেন্স ব্যুরো।

ক্রিকেট থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গম্ভীর মঙ্গলবার যমুনা স্পোর্টস কমপ্লেক্সে ইস্ট দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ উদ্বোধন করতে যান। সেখানেই নিজের দৃঢ় মনোভাবের কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপের এক পর্যায়ে প্রাণনাশের হুমকির মেইল প্রসঙ্গ আসে। গম্ভীর বলেন, ‘আমার কোনো ধরনের ভয় নেই। ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) তদন্ত চলমান। কিন্তু আমি তো কাজ করা এবং এই ধরনের ইভেন্টে অংশ নেওয়া বন্ধ করে দিতে পারি না। এই ইভেন্টের সাফল্যের দিকেই আমি তাকিয়ে।’

গত সপ্তাহে আইসিস কাশ্মিরের কাছ থেকে তৃতীয় একটি মেইল আসে, যেখানে বলা হয় দিল্লি পুলিশও তাকে বাঁচাতে পারবে না। একটি সূত্র বলছে, ‘দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে তৃতীয় মেইল এসেছে। ইমেইলে লেখা হয়েছে দিল্লি পুলিশ কিছুই করতে পারবে না। দিল্লি পুলিশেও তাদের গুপ্তচর আছে এবং গম্ভীরকে নিয়ে প্রতিটি তথ্য তাদের কাছে পাচার করা হচ্ছে।’

সূত্রগুলোর দাবি, আগের ইমেইলগুলো শহীদ হামিদ নামের এক অ্যাকাউন্টধারীর কাছ থেকে এসেছে বলে শনাক্ত করে পুলিশ। তারপরই তৃতীয় মেইল আসে। প্রথম ইমেইলে গম্ভীরকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আমরা তোমাকে হত্যা করব এবং তোমার পরিবারকেও। আমরা তোমাকে মেরেই ফেলতাম, কিন্তু গতকাল বেঁচে গেছ। যদি তোমার জীবনকে ভালোবাস, তাহলে রাজনীতি ও কাশ্মির ইস্যু থেকে দূরে থাক।’

প্রাণনাশের হুমকির পর গম্ভীরের বাসার বাইরে নিরাপত্তা জোরদার করা হয়।