খেলাধুলা

হ্যাডলির ৩৩ বছর পর আজাজ প্যাটেল গড়লেন এমন কীর্তি

নিজের জন্মস্থান মু্ম্বাইতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন আজাজ প্যাটেল। প্রথম দিন ভারতের যে চারটি উইকেটের পতন ঘটেছিল তার সবকটি নিয়েছিলেন তিনি। এরপর আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম ওভারে আরও দুটি উইকেট নেন কিউই এই বোলার।

অর্থাৎ ভারতের প্রথম ছয়টি উইকেটের সবকটিই নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আজাজ ছুঁয়ে ফেলেন রিচার্ড হ্যাডলিকে। ৩৩ বছর আগে ১৯৮৮ সালে হ্যাডলি প্রথম ইনিংসে ভারতের প্রথম ৬টি উইকেট নিয়েছিলেন ৪৯ রানের বিনিময়ে। অবশ্য ওই টেস্টে নিউ জিল্যান্ড জয় পেয়েছিল ১৩৬ রানে।

আগের দিন আজাজ ফেরান শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারকে।

আজ শনিবার দ্বিতীয় দিনে চার বলের মাথায় নিজের পঞ্চম উইকেট শিকার করেন ভারতীয় এই ব্লাক ক্যাপস। দিনের প্রথম ওভারের চতুর্থ বলে তিনি এলবিডব্লিউ করেন ঋদ্ধিমান সাহাকে। পরের বলেই বোল্ড করেন রবীচন্দ্রন অশ্বিনকে। গোল্ডেন ডাক মেরে ফেরেন অশ্বিন।

তাতে ১৬ ওভার বল করে ৬ মেডেনসহ ২৯ রান দিয়ে ভারতের প্রথম ৬টি উইকেটই নিজের পকেটে পোরেন আজাজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মায়াঙ্ক আগারওয়ালের ১৪৩ ও অক্ষর প্যাটেলের ২৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলেছে ভারত।

এখনো অবশ্য হ্যাডলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আজাজের সামনে।