খেলাধুলা

পার্থ থেকে সরানো হলো অ্যাশেজের পঞ্চম টেস্ট

করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ সম্পর্কিত জটিলতায় পঞ্চম অ্যাশেজ টেস্ট পার্থ থেকে সরিয়ে নেওয়ার খবর সোমবার (৬ ডিসেম্বর) নিশ্চিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। আগামী ১৪ জানুয়ারি পার্থ স্টেডিয়ামে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পার্থের পরিবর্তে কোথায় ম্যাচটি হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট হতে পারে তৃতীয় ম্যাচের ভেন্যু মেলবোর্নে এবং ম্যাচটি হবে দিবারাত্রির। আরেকটি বিকল্প ব্যবস্থা হিসেবে শেষ দুটি টেস্ট হতে পারে সিডনিতে।

সীমান্ত নিয়ন্ত্রণ, কোয়ারেন্টাইন শর্ত ও ঠাসা সূচিতে পাঁচটি টেস্টের সিরিজ আয়োজনের জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিতে হলো ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড জানায়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে, পার্থেই ম্যাচটি রেখে দেওয়ার সব চেষ্টা করলেও ব্যর্থ তারা।

মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার কঠোর কোয়ারেন্টাইন নীতি শিথিল না করায় ওপটাস স্টেডিয়াম আয়োজকের মর্যাদা হারাল। স্টেডিয়াম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা হতাশ। কয়েকদিনের মধ্যে টিকিট মাস্টার বিক্রিত টিকিটের অর্থ ফেরত দিবে বলে তারা জানায়।