খেলাধুলা

জয় দিয়ে শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন `আইকনিক আইডিয়ালজ` এর

আইকনিক আইডিয়ালজ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়নসহ সারাদেশ থেকে মোট ২৮টি দল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া 'ব্যাচমেটস ০৩-০৫ ক্রিকেট ব্লাস্ট ২০২১' এর দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্ট শুরুর দিনে আইকনিক আইডিয়ালজ তাদের গ্রুপ পর্বের ১ম ম্যাচে টিম স্পার্টানের সাথে খেলেছে। আয়োজক কমিটির পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়।

টস জিতে আইকনিক আইডিয়ালজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে আইকনিক আইডিয়ালজ ৯৬ রান সংগ্রহ করে। খেলার শুরুতে খালেদের উইকেট হারিয়ে দল কিছুটা চাপে পড়লেও ওপেনার ইমতিয়াজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইকবালের দৃঢ়তায় দল কিছুটা স্বস্তি পায়। দলের পক্ষে অধিনায়ক অমি সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়াও ইকবাল ২১ ও মোস্তফা ২০ রান করতে সক্ষম হন।

৯৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টিম স্পার্টান তাদের নির্ধারিত ১২ ওভারে ৯৪ রান করতে সক্ষম হয় যা তাদের বিরুদ্ধে আইকনিক আইডিয়ালজকে ২ রানের জয় এনে দেয়। আইকনিক আইডিয়ালজ-এর পক্ষে ইকবাল ও মোস্তফা ১টি করে উইকেট নেন। কাজল এবং নূর এর নিয়ন্ত্রিত বোলিং আইকনিক আইডিয়ালজ এর জয়ের ক্ষেত্রে অনন্য ভুমিকা পালন করে।

আইকনিক আইডিয়ালজ-এর প্রতিষ্ঠাতা এবং সহ-মালিক, জাকারিয়া তনয় বলেছেন, “এ বছর, আমরা ডেথ গ্রুপে আছি কারণ গত মৌসুমের দুই সেমিফাইনালিস্ট, টীম স্পার্টান এবং পাবনা রয়্যালস, আমাদের গ্রুপে আছে। যদিও আমরা ১ম বাধা অতিক্রম করেছি কিন্তু এখনো অনেক দূর যেতে হবে। আমরা এখন আরও মনোযোগী।"

অধিনায়ক অমি আহমেদ দলের প্রতি তাঁর সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, “আমরা এ বছর আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে আসার চেষ্টা করেছি যা ফলাফল দেখাতে শুরু করেছে। আশা করি গত বছরের মত আমরা একইভাবে এবার শেষ করতে পারবো”। ম্যানেজার কাজী ইশতিয়াক বলেন, “গত বছর যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করেছি। বিষয়টি আমার কাছে খুব মজার এবং রোমাঞ্চকর মনে হয়েছে। আমরা আরও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা যথেষ্ট অনুশীলন করেছি এবং এই অভিজ্ঞতাগুলোকে প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগানোর সময় এসেছে।” উল্লেখ্য, গত মৌসুমে, আইকনিক আইডিয়ালজ একই মাঠে ফাইনালে টিম স্পার্টানকে হারিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

এদিকে, গত ১৯শে নভেম্বর ২০২১, আইকনিক আইডিয়ালজ পূর্বচলের ৩০০ ফিট তালতলা মাঠে নিজেরদের শেষ অনুশীলনের পর তাদের জার্সি উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে আইকনিক আইডিয়ালজ-এর সহমালিকগণ, সকল খেলোয়াড় এবং পৃষ্ঠপোষকদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিম গ্রুপ, গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, এম এম ইস্পাহানি লিমিটেড, পিএফইসি গ্লোবাল, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, দ্য প্রকিউরিস্ট, অ্যাথলেটিক গিয়ারজ এবং হটআইস স্পোর্টস আইকনিক আইডিয়ালজ-এর বর্তমান মৌসুমের পৃষ্ঠপোষকতায় রয়েছে।

আইকনিক আইডিয়ালজের অন্য দুটি গ্রুপ ম্যাচ আগামী ১০ ও ১৬ই ডিসেম্বর যথাক্রমে টিম সুনামি এবং পাবনা রয়্যালসের বিপক্ষে। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৩টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৭ দিনব্যাপী এই টুর্নামেন্ট। প্রায় ৫৭টি ম্যাচ দিয়ে ৭ই জানুয়ারী, ২০২২-এ টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা।