খেলাধুলা

দুই মাস মাঠে নাও ফিরতে পারেন উইলিয়ামসন

কনুইয়ের ইনজুরির কারণে দুই মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ছিলেন না উইলিয়ামসন। ম্যাচটি কিউইরা হারে ৩৭২ রানে।

কোচ গ্যারি স্টিড বলেছেন, হয়তো অস্ত্রোপচার করতে হবে না উইলিয়ামসনের। কিন্তু আট থেকে নয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যবর্তী সময়ে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল উইলিয়ামসনকে। এবারো সেরে ওঠার জন্য তেমন সময় বেঁধে দিলেন স্টিড। তার উদ্ধৃতি দিয়ে নিউ জিল্যান্ডের গণমাধ্যম স্টাফ বলেছে, ‘কেন ঠিক হয়ে যাবে। শেষবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এবং আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আট কিংবা নয় সপ্তাহ ছিল। আমার মনে হয় আবারো একই সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে, আমরা এই পর্যায়ে চেষ্টা করছি তারও আগে সবকিছু ঠিকঠাক করতে।’

আশঙ্কা সত্যি হলে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলতে পারবেন না উইলিয়ামসন। ৩০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফরেও তার থাকার ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।