খেলাধুলা

হাসপাতালে সৌরভের অবস্থা স্থিতিশীল

তিন দিন আগে কোভিড টেস্টে পজিটিভ হন সৌরভ গাঙ্গুলি। এখনো তার অবস্থা স্থিতিশীল। যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, তারা বৃহস্পতিবার এই কথা জানায়।

আরটি-পিসিআর টেস্টে কোভিড শনাক্ত হলে পূর্বসতর্কতায় সোমবার দ্রুত কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় সৌরভকে। হাসপাতালের এমডি ও সিইও ডা. রুপালী বসু বলেছেন, ‘ভর্তির তৃতীয় দিনে বিসিসিআই প্রেসিডেন্ট ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অবস্থা এখনো হেমোডায়নামিক্যালি স্থিতিশীল। জ্বর নেই, ঘরের স্বাভাবিক বাতাসের মধ্যে তার অক্সিজেন স্যাচুরেশন ৯৯ শতাংশ।’

গত রাতে ভালোভাবে ঘুমিয়েছেন সৌরভ এবং সকালের নাশতা ও দুপুরের খাবারও খেয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়।

সোমবার রাতেই করোনার বর্তমান চিকিৎসা মনোক্লোনাল এন্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয় ৪৯ বছর বয়সীকে। তাকে সার্বক্ষণিক দেখভালের জন্য তিন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এই বছরের শুরুতে দুইবার হাসপাতালে ভর্তি হন সৌরভ এবং হৃদরোগের কারণে জরুরিভিত্তিতে এনজিওপ্লাস্টি করানো হয়।