খেলাধুলা

বিসিবি চাইলে নির্বাচক হিসেবে থাকবেন নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে নিজের দায়িত্ব পালন করে যেতে প্রস্তুত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে। বুধবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু নিজেই জানিয়েছেন বিষয়টি।

প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলেছে। বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। এখন বোর্ড যদি চালিয়ে যেতে চায় অবশ্যই করব।’

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।

এবারো মেয়াদ বাড়বে কি না তা বোঝা যাবে পরের বোর্ড মিটিংয়ে। যদি নির্বাচকের দায়িত্ব নাও পান, ক্রিকেট সংশ্লিষ্ট অন্য যে কোনো কাজ চালিয়ে যেতে আগ্রহী নান্নু। তিনি বলেন, ‘আমি তো খেলা ছাড়ার পর থেকে ক্রিকেট বোর্ডে আছি ১৬ বছর ধরে। কোচিংয়ের সঙ্গে ছিলাম, নির্বাচক প্যানেলের সঙ্গে আছি। এটার বাইরেও ক্রিকেটের সঙ্গে যদি কাজ করতে বলে অবশ্যই করব।’