খেলাধুলা

করোনা নেগেটিভ মেসি

লিওনেল মেসির ভক্তদের জন্য সুখবর। আর্জেন্টাইন ফরোয়ার্ড কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার করা শেষ পিসিআর টেস্টের রিপোর্টে নেগেটিভ হয়েছেন তিনি।

করোনামুক্ত হয়েই প্যারিসে ফিরে এসেছেন প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড। গত ২৮ ডিসেম্বরের টেস্টে করোনা পজিটিভ হন তিনি। ২ জানুয়ারি তা নিশ্চিত করে পিএসজি। ওই সময় বড়দিনের ছুটি কাটাতে রোজারিওতে ছিলেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে বলেছে, প্রটোকল মেনে আইসোলেশনে থাকার পর সবশেষ টেস্টে মেসি করোনা নেগেটিভ হন। ফুয়েন্স হিল থেকে সপরিবারে তিনি ব্যক্তিগত বিমানে করে প্যারিসে ফিরে গেছেন।

সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, রোজারিও বিমানবন্দরে ব্যাগবোচকা নিয়ে বিমানে উঠছেন মেসি।

ফিটনেস ঠিক আছে কি না কিংবা ভাইরাস তার শরীরে কোনো ছাপ ফেলেছে কি না জানতে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে পিসজি মেডিক্যাল টিমের কাছে আনুষঙ্গিক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

ফরাসি জায়ান্টদের আশা আগামী রোববার রাতে লিওঁর বিপক্ষে তাদের পরের লিগ ওয়ান ম্যাচেই দেখা যাবে মেসিকে। গত এক সপ্তাহ ধরে অনুশীলনে নেই তিনি, তাই এমন আশা করা একটু বাড়াবাড়ি হতে পারে।