খেলাধুলা

‘ছেলেরা স্পেশাল কিছু করতে চায়’

বরাবরই নিউ জিল্যান্ড বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের নাম। সেখানকার উইকেট হয়ে উঠে বিভীষিকাময়। ওরকম উইকেটেও নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এবার নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে বিশেষ কিছু করতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউ জিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউ জিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে। ছেলেরা স্পেশাল কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না। ভারসাম্যপূর্ণ একটি দল আছে, যে দল কন্ডিশন মানিয়ে নিয়েছে। ছেলেরা রোমাঞ্চিত।’

নিউ জিল্যান্ডের বিপক্ষের জয়ের রেশ এখনো কাটেনি। এই জয় বাংলাদেশের খেলোয়াড়রা বেশ উপভোগ করছেন। জয়ের জন্য শিষ্যদের কৃতিত্ব দিতে ভোলেননি ডমিঙ্গো, ‘ছেলেরা খুব উপভোগ করেছে। কারণ, অতীতে নিউ জিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর নিউ জিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদেরকে হারাতে হলে অনেক ভালো খেলতে হয়। সব ফরম্যাটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই।’

বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট ড্র করতে পারলেই প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের অসামান্য কৃতিত্ব দেখাবে টাইগাররা।