খেলাধুলা

রনির ঝড়ে ২২০ রানে থামল ওয়ালটন সেন্ট্রাল

ইন্ডিপেন্ডেন্স কাপে বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমানদের বিসিবি সাউথ জোনের মুখোমুখি ওয়ালটন সেন্ট্রাল জোন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২২১ রানের লক্ষ্য দিয়েছে ওয়ালটন সেন্ট্রাল। 

ওয়ালটন সেন্ট্রাল জোন: ২২০/৮ (৫০ ওভার) 

বিসিবি সাউথ জোন: ১৩৭/৩ (৩৫) 

পিনাক ঘোষ-এনামুল হক বিজয়ের ব্যাটে দারুণ শুরু করেছিল বিসিবি সাউথ জোন। ২৪ রানে বিজয়কে মোসাদ্দেক ফেরালে ভাঙে ৬০ রানের জুটি। ক্রিজে এসে নতুন ব্যাটসম্যান মাইশুকুর রহমান (৭) ফেরেন হাসান মুরাদের শিকার হয়ে। কিন্তু পিনাক দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তবে হাফসেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি। আউট হন ৭৯ বলে ৫৪ রান করে। এবার প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয়-জাকির হাসান। দুজনে ৩১ রানের জুটি গড়ে ক্রিজে আছেন।  

রনির ঝড়ে ২২০ রানে থামল ওয়ালটন সেন্ট্রাল

শেষ দিকে আবু হায়দার রনির ঝড়ো ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২০ রানের লড়াকু স্কোর গড়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। মাত্র ২৭ বলে ৫৪ রান করেন রনি। এ ছাড়া আবদুল মজিদ ৪৬, মোসাদ্দেক হোসেন সৈকত ৪৪ রান করেন। সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

হাফ সেঞ্চুরি হলো না মজিদ-মোসাদ্দেকের

ওয়ালটন সেন্ট্রালের তিন উইকেট পড়ার পর খেলার হাল ধরেন আবদুল মজিদ-মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনে জুটি গড়ে সচল রেখেছিলেন রানের চাকা। ৪৬ রান করে মজিদ মেহেদী হাসানের বলে সাজঘরে ফিরলে ৬৪ রানে ভেঙে যায় জুটি। মজিদের ফেরার পর মোসাদ্দেকেরও বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি, মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ৪৪ রান করে সাজঘরে ফেরেন ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক। দুজন কাছে গিয়েও হাফ সেঞ্চুরির দেখা পেলেন না। 

রিশাদের দুর্দান্ত ক্যাচে সাজঘরে তাইবুর 

শুরুতে জোড়া উইকেট হারানোর পর আবদুল মজিদ-তাইবুর রহমানের ব্যাটে প্রতিরোধ গড়ে ওয়ালটন সেন্ট্রাল। কিন্তু রিশাদ হাসানের দারুণ ক্যাচে ২৩ রানে থামতে হয় তাইবুরকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে কামরুল ইসলাম রাব্বির বলে ড্রাইভ করেছিলেন তাইবুর, লাফিয়ে উঠে এক হাতে বল তালুবন্দি করেন রিশাদ, ভেঙে যায় মযিদ-তাইবুরের ৫০ রানের জুটি।

মোস্তাফিজের আঘাতে শুরুতেই আউট মিজান-সৌম্য

ইনিংসের প্রথম ওভারে মিজানুর রহমানকে শূন্য সাজ ঘরে পাঠান মোস্তাফিজুর রহমান। দারুণ ডেলিভারিতে ব্যাট ফাঁকি দিয়ে লাগে মিজানের পায়ে। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। মোস্তাফিজের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৫ রান।  

একাদশে মুরাদ 

সাকিব আল হাসানকে ছাড়া তৃতীয় ম্যাচ খেলতে হচ্ছে ওয়ালটন সেন্ট্রালকে। তার জায়গায় একাদশে এসেছেন হাসান মুরাদ। দ্বিতীয় ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন।  

একাদশ: আবদুল মজিদ, মিজানুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, হাসান মুরাদ, মৃত্যুঞ্জয় চৌধুরী,  ও নাজমুল ইসলাম অপু।

লাইভ স্কোর দেখুন....

জিতলেই ফাইনালের মঞ্চে ওয়ালটন সেন্ট্রাল 

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ফরম্যাটের লড়াইয়ে বিসিবি সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল। এবার রঙিন পোশাকেও তাদের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনালে’ মুখোমুখি মোসাদ্দেক হোসেনের দল। ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোনকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। আজ জিতলেই নিশ্চিত ফাইনাল।

টানা দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়ালটন সেন্ট্রাল। নর্থ ও সাউথ জোন সমান দুই ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট নিয়ে রান রেটে যথাক্রমে দুই ও তিনে। ওয়ালটন সেন্ট্রাল জিতলে আর কোনো হিসাব নিকাশে যেতে হবে না। কিন্তু তারা হেরে গেলেও ফাইনালে উঠবে, সেক্ষেত্রে ইস্ট জোনের কাছে হারতে হবে নর্থকে। আর সাউথ ও নর্থ জিতে গেলে তিন দলের সমান ৪ পয়েন্ট হবে, তখন হেড টু হেড কিংবা রান রেটের হিসাব নিকাশে শীর্ষ দুই দল উঠবে ১৫ জানুয়ারির ফাইনালে।