খেলাধুলা

স্টাম্প মাইকে ক্ষোভ ঝাড়লেন কোহলি, অসন্তোষ অশ্বিন-রাহুলেরও

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ল্যান্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ হওয়ার ঠিক আগে ডিআরএস বিতর্কে তৈরি হলো নাটক। প্রতারিত হওয়ার অনুভূতি নিয়ে চতুর্থ দিন মাঠে নামবেন ভারতের ক্রিকেটাররা।

নাটকের শুরু ‘ডিআরএসের ভুল’ নিয়ে। ২১তম ওভারের চতুর্থ বলে রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারি। তখন স্ট্রাইকার প্রান্তে ব্যাটিংয়ে ডিন এলগার। বলটা তার প্যাডে লাগল, পা স্টাম্প বরাবর। অশ্বিন ও তার সতীর্থরা এলবিডব্লিউর আপিল করলেন। আম্পায়ার মারাইস এরাসমাস আঙুল তুলে আউট দিলেন। কিন্তু এলগার নিলেন রিভিউ। বল প্যাডে লাগা পর্যন্ত এরাসমাসের সব সিদ্ধান্ত ঠিক ছিল। কিন্তু হক আইয়ে দেখা গেল বল লেগ স্টাম্প মিস করে তার উপর দিয়ে গেছে।

রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টে গেলে হতবাক ভারতীয় দলের প্রত্যেকে, এমনকি এরাসমাসও অবিশ্বাস্যের চোখে তাকিয়ে। কারণ বল যে জায়গায় পড়েছিল, সেটায় এত বাউন্স হওয়ার কথা নয়।

ভারতের ক্রিকেটাররা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টারদের উদ্দেশ্য করে অশ্বিনকে বলতে শোনা যায়, ‘জয়ের জন্য আরো ভালো উপায় খুঁজে বের করো, সুপারস্পোর্ট।’ লোকেশ রাহুলকে বলতে শোনা যায়, ‘১১ জনের বিপক্ষে পুরো দেশ খেলছে।’

দুজনের কথা শোনা যায় স্টাম্প মাইকে, তবে তারা কোহলির মতো অকল্পনীয় অসন্তোষ প্রকাশ করেননি। একেবারে স্টাম্প মাইকের কাছে মুখ নিয়ে ভারতের অধিনায়ক বলেন, ‘তোমাদের দলের দিকে তাকাও যখন তারা বল পলিশ করে, শুধু প্রতিপক্ষের দিকে নয়।’

সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর কোহলির এই প্রতিক্রিয়াকে ‘অতি বাড়াবাড়ি ও অপরিপক্ব’ বলেছেন। তার বক্তব্য, ‘এটা সত্যিই খারাপ। কোহলি যা করেছে, স্টাম্প মাইকের কাছে গিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা একেবারে অপরিপক্ব। আন্তর্জাতিক অধিনায়ক, বিশেষ করে ভারতীয় অধিনায়কের কাছ থেকে আপনি এটা প্রত্যাশা করবেন না। প্রযুক্তি তো আপনার হাতে নেই।’