খেলাধুলা

‘স্বপ্নের জিনিস’, ৪-০ তে অ্যাশেজ জিতে কামিন্স

অ্যাশেজ শুরুর আগে হুট করে টিম পেইন সেক্সটিং স্ক্যান্ডালে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন। দায়িত্ব পড়ল প্যাট কামিন্সের কাঁধে। প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। তার শুরুটাও হলো দুর্দান্ত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের নাটকীয় প্রতিরোধে ড্র ছাড়া বাকি চার ম্যাচেই অপ্রতিরোধ্য ছিল অজিরা। ৪-০ তে অ্যাশেজ জয়ের পর এই অর্জনকে কামিন্স বললেন, ‘স্বপ্নের জিনিস।’

হোবার্টের ব্লান্ডস্টোন এরেনায় পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারাতে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন ও স্কট বোল্যান্ড। নিজেও সমান সংখ্যক উইকেট শিকার করেছেন কামিন্স। ২৭১ রানের লক্ষ্যে নেমে ১২৪ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

রোববার তিন দিনেই ম্যাচ শেষ করার পর অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘এটা সত্যিই স্বপ্নের জিনিস। একেবারে অবিশ্বাস্য। অনেক ইতিবাচক বিষয় ও ৪-০ তে ৫ ম্যাচের সিরিজ শেষ করা সত্যিই অসাধারণ। আমি অধিনায়ক হিসেবে সত্যিই খুশি। এই সিরিজে আমরা ১৫ খেলোয়াড়কে ব্যবহার করেছি, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। অবশ্যই মনে হচ্ছে আমরা বড় কিছুর দিকে যাচ্ছি।’

হোবার্ট টেস্টের পারফরম্যান্স নিয়ে কামিন্স বলেছেন, ‘ক্যাম গ্রিন ব্যাট ও বল হাতে অসাধারণ করেছে। স্কটি বোল্যান্ড ছিল চমৎকার। আশা করি অভিজ্ঞরা ভালো খেলে যাবে। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেট নিয়ে আমি অতি উত্তেজিত। মহামারির মধ্যে একটা জিনিস আমরা করিনি, সেটা হলো খুব বেশি টেস্ট ক্রিকেট না খেলা।’

দুই দেশের ক্রিকেট বোর্ডের সমন্বিত প্রচেষ্টায় কৃতজ্ঞ কামিন্স, ‘বিশেষ ধন্যবাদ ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে, এই সময়ে তারা একসঙ্গে কাজ করেছে। কঠিন সময়ে আপনাদের (সমর্থনের জন্য) ধন্যবাদ। খুব খুব ভালো সময় কেটেছে।’