খেলাধুলা

ওয়ালটন বিজয় দিবস ভলিবলের ফাইনালে সেনাবাহিনী-নৌবাহিনী

‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২১’ ফাইনাল উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।

আজ শনিবার পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী  ১৬-২৫, ২৫-২২, ২৫-১৫, ২৮-২৬ পয়েন্টে (৩-১ সেটে) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ১৮-২৫, ২৫-১৮, ১১-২৫, ২৫-২৩, ১৫-১০ পয়েন্টে (৩-২ সেটে) বাংলাদেশ বিমানবহিনীকে হারিয়ে ফাইনারে ওঠে।

মঙ্গলবার বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী। তার আগে দুপুর ১২টায় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ বিমানবাহিনী।

এবারের এই বিজয় দিবস প্রতিযোগিতায় ৭টি দল অংশ নিয়েছে। তার মধ্যে ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও তিতাস ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ জেল।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড় ও টুর্নামেন্ট সেরাদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।