খেলাধুলা

মেসিকে ফেরাও: বার্সেলোনাকে আলভেস

সাড়ে পাঁচ বছর পর বার্সেলোনায় ফিরেছেন দানি আলভেস। ৩৮ বছর বয়সী রাইট ব্যাকের কাছে ন্যু ক্যাম্পের পরিবেশ আগের মতো লাগছে না। কারণ লিওনেল মেসি নেই। বার্সেলোনার সর্বকালের শীর্ষ গোলদাতাকে ছাড়া ‘অদ্ভুত’ লাগছে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। মেসিকে ফিরিয়ে আনতে বার্সেলোনার কাছে আকুল আবেদন জানালেন আলভেস।

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত মেসির সঙ্গে কাতালান জার্সিতে খেলেছেন আলভেস। ৩৮ বছর বয়সী ডিফেন্ডার পরে জুভেন্টাস, পিএসজি ও সাও পাওলো ঘুরে ফিরেছেন বার্সেলোনায়। তিনি যখন আসেন, ততদিনে মেসি ফ্রি ট্রান্সফারে চলে গেছেন পিএসজিতে। আর্থিক সংকটের কারণে প্রাণের চেয়ে প্রিয় ক্লাব ছেড়ে ফ্রান্সে পাড়ি দিতে হয়েছে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে। আলভেসের বিশ্বাস, তাকে আবার ফেরানোর জন্য রাজি করা যেতে পারে।

ব্রাজিলিয়ান ফুলব্যাকের আহ্বান, সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে আবারো ন্যু ক্যাম্পে নিয়ে আসা হোক, যেন চেনা পরিবেশে সমৃদ্ধশালী ক্যারিয়ারের ইতি টানতে পারেন।

কাতালুনিয়া রেডিওকে আলভেস বলেছেন, ‘ফুটবলের ইতিহাসে মেসি সেরা খেলোয়াড়। এখানে এসে তাকে না দেখে, দলে না পাওয়া অদ্ভুত। মাঝেমধ্যে আমাদের স্বপ্নের মতো ঘটনা ঘটে না। আমি তাকে ইতোমধ্যে বলেছিলাম, এখানকার চেয়ে আর ভালো জায়গায় কখনো সে থাকবে না। আমি যখন চলে গিয়েছিলাম, সেও একই কথা আমাকে বলেছিল।’

ক্যারিয়ারে রেকর্ড ৪৩ ট্রফি জয়ী তার আকুতি জানালেন, ‘খুব ভালো হতো যদি মেসি এখানে তার ক্যারিয়ার শেষ করতে পারত। এখানে শেষ করা হতো তার জন্য সেরা উপহার এবং ক্লাবের উচিত বিষয়টি যত্নসহকারে ব্যবস্থা নেওয়া।’

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ মেসি অবশ্য এক পর্যায়ে বার্সায় ফেরার ইঙ্গিত দেন, ‘আমি সবসময় বলেছি যে ক্লাবটিকে সহায়তা করতে পারলে ভালো লাগবে।’