খেলাধুলা

বিপিএলের জন্যই সাব্বিরের তিন মাসের প্রস্তুতি

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে একা দৌড়াচ্ছেন সাব্বির রহমান। দৌড়ানো শেষে ব্যাট নিয়ে নকিং। ইনডোরে কখনো টেনিস বলে, কখনো ক্রিকেট বলে ব্যাটিং করেছেন। বলে গতি বাড়াতে ব্যবহার করেছেন স্ল্যাব।

ইনডোরের পাশাপাশি নেটেও নিজেকে ঝালিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। নিজের সঙ্গে লড়েছেন নিত্যদিন। প্রস্তুত হয়েছেন বড় মঞ্চের জন্য। জাতীয় লিগ ও বিসিএল খেলার সুযোগ না পাওয়ায় তার কাছে অফুরন্ত সময় ছিল। সময়গুলো নষ্ট না করে প্রায় তিন মাস নিজেকে প্রস্তুত করেছেন।

বিপিএল এখন দরজায় কড়া নাড়ছে। পারফরম্যান্সের ডালপালা মেলে নিজেকে উজার করে দিতে চান ২২ গজে। ফিরতে চান জাতীয় দলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ ক্রিকেটার বুধবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলাসা করেছেন তার দীর্ঘ প্রস্তুতির রহস্য, ‘বিপিএলের জন্য গত তিন মাস ধরে রাজশাহীতে অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কাজ করেছি, যেগুলো দরকার ছিল এবং দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেছি। বিপিএলটা যেন ভালোভাবে কাটাতে পারি এবং নিজের যে লক্ষ্য আছে সেটা যেন পেতে পারি।’

নিজের লক্ষ্য কী, জানালেন সাব্বির, ‘যারা জাতীয় দলের বাইরে আছি, আমাদের সবার জন্য সবচেয়ে বড় মঞ্চ এই বিপিএল এবং আশা করি সবাই ভালো খেলে যেন ফিরতে পারে। আমিও যেন ভালো খেলে ফিরতে পারি সেই লক্ষ্য থাকবে।’

পাশাপাশি নিজের দল চট্টগ্রামকেও চ্যাম্পিয়ন করাতে চান সাব্বির, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব, ইনশাআল্লাহ। আর ব্যক্তিগত লক্ষ্য আমি সেভাবে ঠিক করতে পারি না আগে থেকেই। ম্যাচ ধরে ধরে খেলব এবং শতভাগ দেওয়ার চেষ্টা করব যেন আমার ইনপুট ভালো হয়।’