খেলাধুলা

দুই টিভি চ্যানেলের সঙ্গে অনলাইনেও সরাসরি বিপিএল

অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের এই অষ্টম আসরে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। তাই খেলা দেখার একমাত্র সুযোগ টিভি কিংবা অনলাইন।

এবারের বিপিএল দেখা যাবে দেশের দুটি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলডটকমের মাধ্যমে। এটির অ্যাপস ডাউনলোড করেও দেখা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড দুই ধরণের অ্যাপস আছে তাদের।

অনলাইনে খেলা দেখার জন্য অবশ্য গুনতে হবে টাকা। পুরো বিপিএল দেখার জন্য ১ মাসের সাবস্ক্রিপশন ফি ৯৯ টাকা।

এবারের বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। কেবল শুক্রবার প্রথম ম্যাচ হবে বেলা দেড়টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ছাড়া বাকি দিনে প্রথম ম্যাচ শুরু বেলা সাড়ে ১২টায় ও পরের ম্যাচ বিকাল সাড়ে ৫টায়।

দেশের তিনটি জেলা- ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ৮টি চট্টগ্রামে ও ছয়টি সিলেটে। ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি।