খেলাধুলা

হাসপাতালে ফ্লেচার, কনকাশন সাব রাজা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করার সময় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন দুর্দান্ত ব্যাট করতে থাকা আন্দ্রে ফ্লেচার। ইনিংসের সপ্তম ওভারে রেজাউর রহমানের করা বল ফ্লেচারের মাথা ও কাঁধের মাঝে আঘাত হানে। তার কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন সিকান্দার রাজা।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম ও খুলনা টাইগার্সের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে।

আগে ব্যাটিং করে ১৯১ রানের লক্ষ্যে দেয় চট্টগ্রাম। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলটি বাউন্সার দেন চট্টগ্রামের পেসার রেজাউর। পুল করতে গিয়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফ্লেচার। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে।

১ ছয় ও ১ চারে ফ্লেচারের ব্যাট থেকে আসে ১৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে খুলনার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৯ রান।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘ফ্লেচারের ঘাড়ে আঘাত লেগেছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।’