খেলাধুলা

‘কিপটে’ বোলিংয়ে আফ্রিদির পাশে নাহিদুল

ক্রিস গেইল তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পড। এর আগে সৈকত আলী তার বল উড়াতে গিয়ে ক্যাচ দেন মিড উইকেটে। সাকিবও তাকে সামলাতে পারেননি। মিস টাইমিংয়ে ক্যাচ দেন মিড অনে। 

কৃত্রিম আলোয় নাহিদুল ইসলামের স্পিন বিষে নীল ফরচুন বরিশাল। ৪ ওভারের বোলিং ডানহাতি স্পিনার দিলেন মাত্র ৫ রান। উইকেট নিলেন ৩টি। ১ মেডেনসহ ডট বলই ১৯টি। এমন কিপটে বোলিংয়ে শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন কুমিল্লার স্পিনার নাহিদুল।

বিপিএলে পুরো ৪ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইনোকমি আফ্রিদি ও নাহিদুলের। আফ্রিদি ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ইকোনমি ছিল ১.২৫। নাহিদুলের বোলিংয়ে স্পেলও একই রকম। কেবল উইকেট সংখ্যায় কুমিল্লার স্পিনার এগিয়ে আছেন।

তাদের পর ৪ ওভার বোলিং করে মিতব্যয়ী বোলিংয়ের তালিকায় আছেন জ্যাকব ওরাম (১.৭৫) ও রশিদ খান (১.৭৫) । ২.০০ ইকোনমি আছে নাজমুল ইসলাম, সাকিব আল হাসান ও আরাফাত সানীর।