খেলাধুলা

৫৩ ম্যাচ পরে হারের স্বাদ পেল বায়ার্ন

ক্রীড়া ডেস্কঢাকা, ৬ এপ্রিল : অসবার্গের বিপক্ষে শনিবার মাঠে নামার আগে লিগে টানা ৫৩ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। হারের স্বাদ যেন ভুলেই গিয়েছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। কিন্তু সেই ভুলে যাওয়া হারের স্বাদ শনিবার তাদের দিয়েছে অসবার্গ। ঘরের মাঠে তারা বাভারিয়ানদের হারিয়ে দিয়েছে ১-০ গোলে।এর আগে বায়ার্ন সর্বশেষ হার মেনেছিল ২০১২ সালের অক্টোবর মাসে। সেই ম্যাচে বায়ার লেভারকুসেনের কাছে হেরেছিল বাভারিয়ানরা।  অবশ্য এই হারে তেমন সমস্যা হয়নি বায়ার্ন মিউনিখের। কারণ এক মাস আগেই তারা বুন্দেসলিগার শিরোপা জয় নিশ্চিত করেছে।অসবার্গের স্ট্রাইকার সাচ্চা মল্ডার্স ৩১ মিনিটে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়রকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। এরপর অবশ্য ডেভিড আলবা, মারিও গোটসে ও থমাস মুলার গোলের সুযোগ সৃষ্টি করলেও কাক্সিক্ষত গোলটি আদায় করে নিতে পারেননি।

 

রাইজিংবিডি/আমিনুল/বকুল