খেলাধুলা

৩৯ বছরের ঝুলনের রেকর্ড গড়া ৩৯

ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী বৃহস্পতিবার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ উইকেটশিকারির আসনে বসলেন।

হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। স্বাগতিকদের ৯ উইকেটে ২৬০ রানে থামায় তারা। আর ইনিংসের শেষ মানে নবম উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলেন ঝুলন।

কেটি মার্টিনকে (৪১) বোল্ড করেন এই অভিজ্ঞ ভারতীয় পেসার। ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের ৩৯তম উইকেট পান ঝুলন।

১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বিশ্বকাপ খেলে সমানসংখ্যক উইকেট পান অস্ট্রেলিয়ার লিনেট্টে অ্যান ফুলস্টোন। ২০০৫ থেকে বিশ্বকাপ খেলা ঝুলন বসলেন তার পাশে। এটি ভারতীয় পেসারের পঞ্চম বিশ্বকাপ।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে ঝুলন ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। বলার অপেক্ষা রাখে না, এই ৩৯ বছর বয়সী পেসার ফুলস্টোনকে ছাড়িয়ে যাবেন নিশ্চিতভাবে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন সেটাই দেখার অপেক্ষা।