খেলাধুলা

স্থানীয়দের নিয়েই নবাগত রূপগঞ্জ টাইগার্সের চোখ চ্যাম্পিয়নশিপে

দল বদল শুরুর দিন সন্ধ্যা না নামতেই চাউর হতে থাকে— এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলছে না প্রাইম দোলেশ্বর। গতবারের টি-টোয়েন্টি আসরে যে দলটি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল, শেষ পর্যন্ত হতে হয়েছে তৃতীয়। এই প্রাইম দোলেশ্বরের অধিকাংশ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। স্থানীয় তারকা ক্রিকেটারদের নিয়েই যাদের চোখ চ্যাম্পিয়নশিপে।

প্রথম বিভাগ ক্রিকেটে রানার্স আপ হয়ে রূপগঞ্জ টাইগার্স প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে। এ ছাড়া সিটি ক্লাবও এবার দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগ খেলছে। এই নবাগত রূপগঞ্জের মূল শক্তি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররা। তাদের নিয়েই দলটি লড়তে চায় চ্যাম্পিয়নশিপের জন্য।

রূপগঞ্জ টাইগার্সের কোচ মিজানুর রহমান বাবুল। যিনি এর আগে প্রাইম দোলেশ্বরের কোচ ছিলেন। দল গঠনেও ছিল তার বিরাট ভূমিকা। এই বাবুলের কারণে প্রাইম দোলেশ্বরের অধিকাংশ ক্রিকেটার রূপগঞ্জ টাইগার্সের। তাদের নিয়েই বাবুল স্বপ্ন দেখছেন ট্রফি জয়ের।

বাবুল বলেন, ‘আমাদের টিমটা চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। প্রথমত, অবশ্যই নজর থাকবে সুপার লিগ। এরপরে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বো। আমাদের মেইন গোল এটাই।’

‘আমি প্রাইম দোলেশ্বরের কোচ ছিলাম। গত কয়েক আসর প্রাইম দোলেশ্বর ভালো ক্রিকেট খেলেছে। এই টিমে যারা খেলেছে তারা সকলেই পারফর্মার। আমার সঙ্গে ছেলেগুলোর বন্ডিং ভালো। একটা কারণ হলো এটা। আর এরা ঘরোয়া ক্রিকেটে পারফর্মার।’

এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য। এ বিষয়টি তাদের মাথায় ছিল দল গঠনের সময়। তাই একমাত্র নাসুম আহমেদকে নিয়েছে নবাগত এই দলটি। তাকে ওয়ানডে সিরিজ শেষে পাওয়া যাবে।

রূপগঞ্জ টাইগার্সের কোচ বলেন, ‘এ বছর আমরা জানি জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবে না। বড় তারকাদের না নেওয়ার পেছনে এটা একটা বড় কারণ ছিল। লোকাল পারফর্মারদের নিয়ে এ বছর টিমটা বানানো হয়েছে। একবারে সবই খেলতে পারবে যে তা না। কিছু ম্যাচ হয়তো খেলতে পারবে। এই চিন্তা ভাবনা থেকেই আসলে করা।’

বাবুলের মতো দলটির ম্যানেজার সোহেল বাবুর লক্ষ্য চ্যাম্পিয়নশিপ, ‘আসলে আমরা টিমটা তৈরি করেছি চ্যাম্পিয়ন ফাইটের জন্য। গত চার-পাঁচ বছরে ঘরোয়া ক্রিকেটে যারা খুব ভালো পারফর্ম করেছে আমরা তাদের নিয়েছি। মার্শাল আইয়্যুব, ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইমরানুজ্জামান, শফিকুল ইসলাম ও নাসুম আহমের মতো ক্রিকেটাররা আছে। আমাদের লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’

প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া দলটির মধ্যে কী আনন্দ বিরাজ করছে না? বাবুর উত্তর এখানে দলে যারা আছে তারা নিয়মিত প্রিমিয়ার লিগ খেলে। বাড়তি আনন্দের কিছু দেখছেন না, ‘আসলে ক্রিকেটারদের মধ্যে আলোচনার কিছু নেই। তারাতো সবসময় প্রিমিয়ার লিগ খেলছে। এই ক্লাবের অফিসিয়াল যারা আছে তারা সকলে আনন্দিত। এবার প্রথমবার খেলছে। ভালো সুযোগও আছে আমাদের জন্য। খেলার জন্য ক্রিকেটাররাও মুখিয়ে আছে।’

দলটির নেতৃত্বে আছেন মার্শাল আইয়্যুব। নেতৃত্বে তার অভিজ্ঞতাও বেশ। প্রথমবার প্রিমিয়ার লিগে ওঠা দলটিকে নিয়ে আইয়্যুবও কোচ-ম্যানেজারের সুরে তাল মিলিয়েছেন, ‘আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা আছেন। যাদের অভিজ্ঞতা অনেক। তাদের নিয়ে আমার প্রত্যাশা, আমরা চ্যাম্পিয়ন হবো। আমরা সুপার লিগের লক্ষ্যে খেলা শুরু করবো, এরপর চ্যাম্পিয়নের জন্য।’

ক্লাবটির মূলশক্তি মূলত ব্যাটিং। ফজলে রাব্বি, মিজানুর রহমান, মার্শাল আইয়্যুব, ইমরানুজ্জমানদের নিয়ে গড়া গভীর ব্যাটিং লাইনআপ যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে। অলরাউন্ডার হিসেবে আছেন ফরহাদ রেজা। স্পিনে এনামুল হক জুনিয়র। নাসুম আহমেদ যোগ দিলে শক্তি আরও বাড়বে নিশ্চিত। পেস আক্রমণে আছে শফিকুল ইসলাম-মুকিদুল ইসলামের মতো তরুণরা।

আইয়্যুবও তাই মনে করছেন, ‘আমাদের মূল শক্তি ব্যাটিং। স্পিনে এনামুল আছে। এ ছাড়া নাসুম যোগ দিলে সম্পূর্ণ হবে। পেস বিভাগও আমাদের ভালো। সবকিছু মিলিয়ে আমাদের কম্বিনেশনটা খুব ভালো। এখন মাঠে ভালো খেলতে পারলে হলো।’

প্রথমবার ১১ দল নিয়ে হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। ১৫ মার্চ উঠবে প্রতিযোগিতার পর্দা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই রূপগঞ্জ টাইগার্স লড়বে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে।

রূপগঞ্জ টাইগার্সের স্কোয়াড: আরিফুল হক, ফরহাদ রেজা, জাকের হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, ফজলে মাহমুদ রাব্বি, নাসুম আহমেদ, ইমরানুজ্জামান, শরিফুল্লাহ, আব্দুল গাফফার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, নাহিদ হাসান, আজমির আহমেদ, শফিকুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল ও মার্শাল আইয়্যুব।