খেলাধুলা

‘অনেকগুলো ব্যবসা আছে, তবে কখনো সময় দেই না’

সাকিব আল হাসান ক্রিকেটার নাকি ব্যবসায়ী, এমন আলোচনা এখন কান পাতলেই শোনা যায়। ধীরে ধীরে বহু রকমের ব্যবসায় নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। এবার নিজেকে জড়ালেন স্বর্ণ ব্যবসায়।

কিউরিয়াস লাইফ স্টাইলের সঙ্গে যৌথভাবে স্বর্ণ ব্যবসায় নাম লেখান সাকিব। শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বনানীতে এর শো-রুম উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ সময় সাকিব ব্যবসা আর ক্রিকেট নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তার উত্তর, অনেকগুলো ব্যবসা থাকলেও তিনি কখনো সময় দেন না। অর্থাৎ তার নজর শুধু ক্রিকেটে।

সাকিব বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওই গুলোতে আমি নিজে সময় দেই না। হয়ত আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোনো অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যাতে কাজটা ভালোভাবে চালিয়ে নেয়া যায়।’

রেস্টুরেন্ট, হোটেল, স্টক মার্কেট, প্রসাধনী, চিংড়ি ঘের, ট্রাভেল অ্যাজেন্সি, ইভেন্ট ম্যানেজম্যান্ট ও ই কমার্সের পর সাকিব এবার স্বর্ণ ব্যবসা শুরু করেছেন। এ ছাড়া ব্যাংকিং খাতেও বিনিয়োগ করার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়নি সেই ব্যাংক।