খেলাধুলা

‘কোহলি ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড, রোনালদো ফুটবলের’

বিরাট কোহলি ফর্মে নেই। ভুগছেন রান খরায়। তারপরও তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। সেরা বিবেচনায় ম্যানইউ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাবেক ভারতীয় অধিনায়ককে তুলনা করলেন তিনি।

এই আইপিএলে ব্যাটে রান হচ্ছিল না কোহলির। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে হাসে তার ব্যাট। ৫৩ বলে ৫৮ রান করেন তিনি। যদিও তার হাফ সেঞ্চুরি দলের উপকারে আসেনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যায় ৬ উইকেটে। তবে এই স্কোর কোহলির আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বিশ্বাস পিটারসেনের।

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান বলেছেন, ‘তাকে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকাতে হবে। ভিন্ন দল ও তাদের খেলা আলাদা হলেও দুজনে একই ব্র্যান্ড। বিরাট কোহলি আছে ক্রিকেটের শীর্ষে, তার ব্র্যান্ড ক্রিকেটের শীর্ষে। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের শীর্ষে।’

পিটারসেন আরো বলেন, ‘একজন খেলে ম্যানইউর হয়ে, আরেকজন বেঙ্গালুরু ও ভারতের হয়ে। তারা দুজনেই বড় ব্র্যান্ড এবং আলোচনার বিষয়বস্তু। এই বড় ব্র্যান্ডগুলো তাদের মর্যাদা বজায় রাখতে চায় জিতে।’

ভারতের সাফল্যে কোহলির ভূমিকা মনে করিয়ে দিয়ে পিটারসেন বলেন, ‘বিরাট কোহলির দারুণ ভূমিকা আছে, রান তাড়া করতে নেমে কতগুলো ম্যাচ সে ভারতকে জিতিয়েছে। এই দেশে আমার সেরা ব্যাটসম্যান কোহলি কারণ ভারতের হয়ে রান তাড়া করতে নেমে সে অনেক ম্যাচ জিতেছে। এসব আপনাকে দেখতে হবে, এটা সে লালন করে এবং গর্ব করে।’

সবশেষ ম্যাচে কোহলির ইনিংস নিয়ে তিনি বলেন, ‘এই স্কোর (গুজরাটের বিপক্ষে), সে হয়তো ফিরে দেখবে এবং ভাববে চমৎকার শটগুলো নিয়ে। কিন্তু আমি জানি সে একজন চ্যাম্পিয়ন, বিজেতা এবং হয়তো সে ক্ষুব্ধ হবে কারণ দলের জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না।’