খেলাধুলা

ইনজুরিতে সেরা ব্যাটসম্যানকে হারাল মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএল ভুলে যেতে চাইবে। ১০ ম্যাচ খেলে দুটি জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে। প্লে অফের আশা নেই তাদের। তারপরও বাকি চার ম্যাচ জিতে মাথা কিছুটা উঁচু করে শেষ করতে চায় তারা। কিন্তু শেষ সময়ে এসে আরেকটি বড় ধাক্কা খেলো রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

নিজেদের সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে চলতি আইপিএলে আর পাচ্ছে না মুম্বাই। বাঁ হাতের পেশির ইনজুরিতে ছিটকে গেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত ৬ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে দলের দ্বিতীয় জয়ের ম্যাচে আহত হন তিনি। তার পরিবর্তে কারো নাম ঘোষণা করেনি মুম্বাই।

এবারের আসরে ১০ ম্যাচ খেলে এখনও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাইয়ের একমাত্র আশার আলো ছিলেন সূর্যকুমার। ৮ ম্যাচে তিন হাফ সেঞ্চুরি ও ৪৩.২৯ গড়ে ৩০৩ রান নিয়ে দলের সেরা ব্যাটসম্যান তিনি।

এর আগে হাতের আরেকটি চোটে মুম্বাইয়ের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি সূর্যকুমারের। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ‘বাঁহাতে পেশিতে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব এবং মৌসুমে আর খেলবেন না তিনি। বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শ করে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’