খেলাধুলা

আইপিএল শেষ না করে দেশে ফিরলেন কামিন্স

কলকাতা নাইট রাইডার্স বড় ধাক্কা খেল লিগ পর্বের শেষ দিকে। আইপিএল শেষ হয়ে গেছে প্যাট কামিন্সের। হিপ ইনজুরিতে ভুগছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। টুর্নামেন্টের বায়ো-বাবল ছেড়ে সিডনিতে ফিরে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যম ক্রিকেট বলছে, ইনজুরি তেমন গুরুতর না হলেও পরের কয়েক সপ্তাহে পুরো ফিটনেস ফিরে পেতে চান।

আগামী মাসের শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পাওয়া কামিন্সের ফিটনেস ইস্যু জাতীয় দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে না। তবে ওয়ানডে ও টেস্ট দলে আছেন তিনি। তবে তার চলে যাওয়ায় বড় ক্ষতি হলো কলকাতার। ১২ ম্যাচে পাঁচ জয়ে বর্তমানে সপ্তম স্থানে থাকা দলটির প্লে অফের আশা ক্ষীণ, কিন্তু সম্ভাবনা আছে। শেষ দুটি ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। কিন্তু পেস বিভাগে কামিন্সের শূন্যতা হয়তো ভোগাবে দুইবারের চ্যাম্পিয়নদের।

এই মৌসুমে যদিও কলকাতার হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন কামিন্স। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুটি ম্যাচ জয়েই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। প্রথম দেখায় ১৪ বলে ফিফটি হাঁকান। পরের ম্যাচে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট।

কামিন্স চলে যাওয়ায় পেস বিভাগে এখন কলকাতার ভরসা উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট ও শিবম মাভি।