খেলাধুলা

অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টরি

পাকিস্তান সফরে সাদা বলের দলের সঙ্গে কাজ করা ড্যানিয়েল ভেট্টরিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিলো অস্ট্রেলিয়া।

নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক পূরণ করলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের শূন্যস্থান, যিনি সপ্তাহখানেক আগে দলের সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের উত্তরসূরি হয়েছেন।

এছাড়া আন্দ্রে বোরোভেক যোগ দিয়েছেন ম্যাকডোনাল্ডের স্টাফ দলে। ফিল্ডিং কোচ হয়েছেন তিনি। সম্প্রতি জেফ ভোগান তাসমানিয়ার হেড কোচিংয়ে ফিরলে ফিল্ডিং কোচের পদ শূন্য হয়ে পড়ে।

ম্যাকডোনাল্ড ও ভেট্টরির সম্পর্ক বেশ পুরোনো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে কোচিংয়ে ছিলেন তারা।

১১৩ টেস্ট ও তিনশর বেশি সীমিত ওভারের ম্যাচ খেলা ভেট্টরিকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আগে আমি ড্যানিয়েলের সঙ্গে কাজ করেছিলাম। তার দারুণ অ্যাপ্রোচ নিয়ে বেশি কিছু বলার নেই, তার কাজের নৈতিকতা চমৎকার।’

আগামী ২৯ জুন শ্রীলঙ্কার গলেতে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজেই কাজে যোগ দিবেন ভেট্টরি ও বোরোভেক।