খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচ বলে শান্তির ডাক

টানটান উত্তেজনায় ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম শেষ, এবার সবার দৃষ্টি প্যারিসে। আগামী শনিবার ফ্রান্সের রাজধানীতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এই বড় ম্যাচের বলের ‘প্রথম দর্শন’ প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস।

আগের বলগুলোতে যেখানে ছিল উজ্জ্বল রঙ ও বোল্ড গ্রাফিক্স, এবার ভিন্নভাবে এই বল উপস্থাপন করেছে থ্রি স্ট্রাইপস। রঙয়ের কোনো ছড়াছড়ি নেই- শুধু ‘বিশুদ্ধ সাদা’ প্যানেল এবং রূপালি তারা- যা বহন করছে শান্তির ডাক। এমনকি ম্যাচ বলে সরাসরি লেখা ‘PEACE’ শব্দটি যার উপরে সিরিলিক শব্দে লেখা ‘мир’, অর্থ শান্তি।

এবারের ম্যাচ বল নিয়ে আরেকটি প্রথা ভেঙেছে অ্যাডিডাস। ম্যাচে ব্যবহার করা বল বাজারে ছাড়বে না তারা। তোলা হবে নিলামে, সেখান থেকে পাওয়া অর্থ যাবে জাতিসংঘের শরণার্থী সংস্থায়, যারা যুদ্ধ বিগ্রহের কারণে অন্য দেশে আশ্রিতদের সহায়তা করে।

এই ম্যাচ বলের পরিচিত করানোর দিনে ফাইনাল উদযাপনে আরো কিছু পরিকল্পনার কথা জানিয়েছে অ্যাডিডাস। সেন্ট ডেনিসে ফরাসি গ্রেট জিনেদিন জিদানের মাঠে ফাইনালের আগের দিন স্থানীয় ৮ দল নিয়ে হবে গ্র্যান্ড প্যারিস ফাইনাল।